অনেকেরই সবথেকে বড় একটা প্রশ্ন আইফোনে এত বড় notch কেন….?
তো আমি বলি আইফোনের notch এত বড় এর সবথেকে বড় কারণ হলো Face ID system … কি এই Face ID…. And কি করে এটা কাজ করে ?কেনোই বা apple তাদের ফোনে Touch ID/fingerprint sensor দেয় না 🤔 এটা নিয়েই বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম
প্রথমেই আসা যাক Face ID তে কি কি থাকে ?
- Ambient light sensor
- Proximity sensor
- Flood illuminator
- Infrared camera
- Dot projector and Apple neural engine
এখন জানবো Face ID কি ভাবে কাজ করে
প্রথম যেই জিনিসটা সবথেকে বেশি কাজে লাগে সেটা হলো Flood illuminator এটা হচ্ছে infinite light যখন আপনি আপনার মুখ ফোনের সামনে রাখবেন, তখন এটা আপনার মুখের মধ্যে infinite ভাবে আলো ফেলবে যেই আলো আপনি আপনার খালি চোখে কখনো দেখতে পারবেন না এবং এই কারনেই আপনার চারপাশে যদি একবিন্দু আলোও না থাকে তারপরেও এটা ১০০% কাজ করবে 🥰
এর পরে যেটা বেশি কাজে লাগে সেটা হলো Dot projector…
Dot projector কি 🤔 বা এর কাজ কি 🤔
Dot projector কাজ হলো … আপনার যে মুখ সেটার ৩০ হাজার বিন্দু তৈরি করা….যেটার সাহায্যে আপনার মুখ কেমন এবং মুখে কি কি আছে সবকিছু 3D ভাবে কেচ করে এই Dot projector… তারপরে এইসবকিছু পাঠিয়ে দেয় Apple software machine learning এর কাছে…. আর Apple neural engine check করে hardware and software এর সবকিছু ঠিকটাক মেচ হচ্ছে কি না….. আর এইসব শুধুমাত্র কিছু nanosecond মধ্যেই করতে পারে Apple_Bionic_Chip
এখন আসা যাক Face ID কতটা Secure …. Apple এর দাবি যেখানে fingerprint ৫০ হাজার এর মধ্যে একবার খুলে যেতে পারে….. সেখানে Face ID ১০ লক্ষবার এর মধ্যে একবার খুলে যেতে পারে….. আশাকরি বুঝতে পারছেন কেনো apple Face ID তেই বেশি জোর দেয়…… কারণ apple security system এর দিক থেকে একটু-ও compromise করতে রাজি না…..আর আরেকটা কথা fingerprint থেতে Face ID তৈরি করতে ৫০% বেশি টাকা লাগে apple এর।
আজ এই পর্যন্তই Apple related iPhone related কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন !
Ee8gGRNuSklB46yIijnmuSDNig6DD+XaiYlR2xfWV7w=
উত্তরমুছুন